হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, জালাল পুর মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা জাহিদ আলী হিন্দি সাহেবের দশম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়াতুল্লাহ খামেনির প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম মেহেদী মাহদাবীপুর এবং হুজ্জাতুল ইসলাম মাওলানা আকিল আব্বাস মারুফী মজলিসে বক্তব্য রাখেন।
মজলিসে হুজ্জাতুল ইসলাম মেহেদী মাহদাবীপুর বলেন, কিছু জিনিস এমন হয় যে, সেই জিনিসগুলো যদি মানুষের মধ্যে পাওয়া যায় তাহলে তার ফল খারাপ হয়, যেমন- জুলুম, অহংকার ও হারাম খাওয়া ইত্যাদি।
মজলিসের দ্বিতীয় খতিব মাওলানা আকিল আব্বাস মারুফী দান-খয়রাতের গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে বলেন, দান-খয়রাত শুধু সম্পদের জন্য নয়, ভদ্রভাবে ব্যবহার করা, সালাম দেওয়াও সাদকার মধ্যে গণ্য হয় যেমন: ইস্কুল, কলেজ, হাসপাতাল খোলা ইত্যাদি এবং শেষে তিনি আল-মুহাম্মদের মাসায়েব বর্ণনা করেন।
মাওলানা আলী শাহাব সাহেব মজলিসে আগত সকল মুমিন এবং দূর-দূরান্ত থেকে আগত অতিথিদের ধন্যবাদ জানান।